1st Published in 2023

স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা by মোঃ মামুন অর রশিদ

বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা ভাষাকে সম্মান প্রদর্শনের অন্যতম উপায় হলো শুদ্ধভাবে বাংলা বলা ও লেখা। বাস্তবতা হলো শুদ্ধ বাংলা চর্চা কেবল গবেষণা, প্রশিক্ষণ ও প্রতিযোগিতা পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। পাঠ্যবই, প্রচার-মাধ্যম, পরীক্ষার প্রশ্নপত্র, দাপ্তরিক পত্র, ব্যানার, সাইনবোর্ড, পোস্টার, লিফলেট সর্বত্র বাংলা ভুল বানানের ছড়াছড়ি।
আমাদের দেশে একটি বৃহৎ জনগোষ্ঠী বাংলা বানান-অনুযায়ী উচ্চারণ করেন। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাতেও সব ক্ষেত্রে বানান-অনুযায়ী উচ্চারণ কিংবা উচ্চারণ-অনুযায়ী বানান হয় না।
বাংলা লিখতে ও বলতে গেলে সাধারণত যেসব ভুল বেশি হয় সেসব ভুলের শুদ্ধ প্রয়োগ এই গ্রন্থে উদাহরণ-সহ উপস্থাপন করা হয়েছে। এই গ্রন্থ পড়ার সময় অনেকের বারবার মনে হতে পারে এতদিন কি ভুল শিখলাম? এমনটি মনে হওয়ার অন্যতম কারণ হলো, প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুদ্ধ বাংলা চর্চা হচ্ছে না।
এই গ্রন্থে বাংলা বানান ও উচ্চারণের নিয়ম উদাহরণ-সহ উপস্থাপন করা হয়েছে। এছাড়া এই গ্রন্থে দাপ্তরিক পত্র ও বক্তব্যে প্রচলিত ভুল ও করণীয়, সংবাদবিজ্ঞপ্তি লেখার ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়, লিখিত বার্তা থেকে অডিয়ো বার্তায় রূপান্তর-কৌশল প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
শুদ্ধ বাংলা চর্চায় ‘স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা’ গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। মো. মামুন অর রশিদ ৩৬শ বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

মোঃ মামুন অর রশিদ
৩৬শ বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা

Other books

বাংলাদেশের জেলা তথ্য অফিসের একাল- সেকাল

মোঃ মামুন অর রশিদ কুড়িগ্রাম জেলার উমানন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। জেলা তথ্য অফিসের একাল সেকাল বইটিতে বাংলাদেশের সরকারের মাঠ পর্যায়ের একমাত্র প্রচারধর্মী প্রতিষ্ঠান "জেলা তথ্য অফিসের" বিস্তারিত তুলে ধরা হয়েছে।

Awesome Tools

Bangla Audio Transcriber

Audio file to text file convert made easy to this tools.

Transcribe Now

Marge PDF

Marge tiyr PDF File now with this anazing free tools.

Marge PDF